আজ খবর (বাংলা), ভূপাল, মধ্যপ্রদেশ, ১৭/১১/২০২৩ : আজ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে নির্বাচন চলছে, এবং তা যথেষ্ট শান্তিপূর্ণভাবেই চলছে বলে জানা গিয়েছে। আজ দুপুর তিনটে পর্যন্ত মধ্যপ্রদেশে ৬০.৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। মধ্যপ্রদেশে মোট ২৩০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন চলছে।
শুক্রবার সকাল সাতটায় মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন শুরু হয়। মধ্য প্ৰদেশে বিজেপি কঠিন লড়াই লড়ছে। বিজেপির পক্ষে রয়েছেন দুই দশক ধরে মধ্যপ্রদেশ শাসন করে আসা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে গেলো এবং বিষয়টি লোকসভা নির্বাচনের জন্যে বিজেপি এবং কংগ্রেস উভযের জন্যেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে দেশের পাঁচ রাজ্যেই বিধানসভা নির্বাচন হয়ে যাচ্ছে, এই রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান ও মিজোরাম। নির্বাচনের গণনা হবে ডিসেম্বর মাসের ৩ তারিখে।
নির্বাচন উপলক্ষে মধ্যপ্রদেশের সর্বত্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোট ৪২ হাজার বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটার আছেন মোট ৫ কোটি ৫৯ লক্ষ (পুরুষ ২.৮৭ কোটি এবং মহিলা ২.৭১ কোটি)। ৫০০০ বুথ মহিলা পরিচালিত এবং ১৮৩টি বুথ প্রতিবন্ধী পরিচালিত।