চলছে এনকাউন্টার, খতম ৫ পাক জঙ্গী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চলছে এনকাউন্টার, খতম ৫ পাক জঙ্গী

Share This

চলছে এনকাউন্টার, খতম ৫ পাক জঙ্গী

 

আজ খবর (বাংলা), জম্মু, জম্মু ও কাশ্মীর, ১৭/১১/২০২৩ :  ভংকর এনকাউন্টারের শেষে পাঁচজন সন্ত্রাসবাদীকে খতম করে দেওয়া হয়েছে বলে জানা গেলো নিরাপত্তা বাহিনীর তরফ থেকে। 

গত বৃহস্পতিবার দুপুরে যে এনকাউন্টার শুরু হয়েছিল তা প্রায় শেষের দিকে বলে জানাক গিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে। গোপন সূত্র মারফত জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে খবর আসে সীমান্তের কাছে কুলগাঁও এলাকায় সন্ত্রাসবাদীদের ঘুরতে দেখা গিয়েছে। সেই অনুযায়ী জম্মু ও কাশ্মীর উলিসকে নিয়ে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে. এমন সময় একটি বাড়ি থেকে এক সন্ত্রাসবাদী নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষয় করে গুলি চালাতে শুরু করে।নিমেষে ঘটনাস্থল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।


বৃহষ্পতিবার সারা রাত্রি দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলেছে। আজ যখন এনকাউন্টার শেষের মুখে তখনই  পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এনকাউন্টারে পাঁচ জঙ্গীর মৃত্যু হয়েছে। এই পাঁচ জন জঙ্গীই  পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবার সদস্য বলে মনে করা হচ্ছে। ওই অঞ্চলে কর্ডন করে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, খুঁজে দেখা হচ্ছে আর কোনো জঙ্গী সেখানে আছে কিনা। 

এই মিশনে জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে অংশ নিয়েছিল ৩৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, ৯ প্যারা (এলিট গ্রূপ কমান্ডো). সিআরপিএফ।  ঘটনাটি ঘটেছে কুলগাঁওয়ের ডি এইচ পোরা এলাকার সামনো পকেট অঞ্চলে। 

এদিকে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বুধল নামে একটি জায়গার বেহরোট এলাকায় জঙ্গীদের সাথে এনকাউন্টার চালাচ্ছে নিরাপত্তা বাহিনী বলে জানা গিয়েছে। এখানে আজ দুপুরবেলায় শুরু হয়েছে এনকাউন্টার। চলছে গুলির লড়াই, তবে এই এনকাউন্টার সম্বন্ধে বিস্তারিতভাবে কিছুই এখনও  জানা যায় নি. 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages