রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলে গেল ৪০টি ট্রলার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলে গেল ৪০টি ট্রলার

Share This
রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলে গেল ৪০টি ট্রলার


আজ খবর (বাংলা), বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, ২০/১১/২০২৩ : এক ভয়াবহ অগ্নিকান্ডে বিশাখাপত্তনমে পুড়ে চাই হয়ে গেল সমুদ্রের ধরে পাশাপাশি থাকা ৪০টি মাছ ধরার ট্রলার।

প্রত্যক্ষদর্শীদের মতে রবিবার গভীর রাত্রে হঠাৎ করেই একটি নৌকায় আগুন দেখতে পাওয়া যায়. সেই আগুন দ্রুত অন্যান্য ট্রলার এবং নৌকায় ছড়িয়ে পড়ে।  পাশাপাশি থাকা ঐ  নৌকাগুলি ছিল ফাইবারের তৈরি তাই পাশাপাশি থাকা নৌকাগুলিতে আগুন ছড়িয়ে যেতে একটুও সময় নেয় নি. দ্রুত সেই আগুন ছড়িয়ে পরে অন্যান্য নৌকাগুলিতে। পাশাপাশি ৪০টি নৌকা ও ট্রলার দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর যায় দমকলে, দ্রুত সেখানে পৌঁছেও যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। কিন্তু তারা কাজ শুরু করার আগেই ৪০টি নৌকা ও ট্রলার পুড়ে ছায়ায় হয়ে যায় বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান বেশ খানিকটা, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই. কিভাবে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেই ব্যাপারে পুলিশ সূত্রে এখনও  পর্যন্ত কিছুই জানা যায় নি. 

এতবড় অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত থাকতে পারে বলে মনে করছেন ট্রলার মালিকরা। কোনো শত্রুতার জন্যেই কেউ বা করা নৌকাতে আগুন লাগিয়ে চম্পট দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি জানো হয়েছে পুলিশকেও। স্থানীয় থানা অভিযোগ গ্রহণ করেছে এবং সেইমত তদন্ত শুরু করে তল্লাশি চালাচ্ছে। পুলিশ ও স্থানীয়রা মিলে কোস্টাল এলাকায় পাহারার ব্যবস্থা করেছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages