আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৩/১১/২০২৩ : গতকাল এথিক্স কমিটি জিজ্ঞাসাবাদের নামে মৌখিকভাবে কার্যত তাঁর একরকম বস্ত্রহরণ করেছে বলে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ব্যাপারে তিনি বিষাদে চিঠি লিখে লোকসভার স্পিকারের দ্বারস্থ হয়েছেন।
গতকাল সমন পেয়ে লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হয়েছিলেন তৃণমূলের সংসদ মহুয়া মৈত্র। ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করেন তিনি, এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই ব্যাপারেই জিজ্ঞাসাবাদের জন্যে গতকাল লোকসভার এথিক্স কমিটির সামনে তাঁকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু গতকাল এথিক্স কমিটির আদস্যদের বিরুদ্ধেই অভিযোগ আনলেন তিনি।
মহুয়া অভিযোগ করে জানান, 'জিজ্ঞাসাবাদের নামে তাঁকে নানারকম ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। এমন সব প্রশ্ন করা হচ্ছিল যে কার্যত সেটা তার বস্ত্রহরণের সামিল, মহাভারতে ভরা দরবারে যেটা হয়েছিল দ্রৌপদীর সাথে'। তিনি এর তীব্র প্রতিবাদ করছেন। এই ব্যাপারে মহুয়া লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হয়েছেন এবং গোটা বিষয়টি জানিয়ে তিনি স্পিকারকে চিঠিও লিখেছেন। গোটা বিষয়টিকে মহুয়া অনৈতিক বলে ব্যাখ্যা করেছেন।