ফাইনালকে ঘিরে উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফাইনালকে ঘিরে উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব

Share This

 

ফাইনালকে ঘিরে উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব

আজ খবর (বাংলা), আহমেদাবাদ, গুজরাট, ১৮/১১/২০২৩ : আগামীকাল এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে চলেছে গুজরাটের আহমেদাবাদ শহরের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এখানেই আগামীকাল শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত ব্যায়াম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ। চূড়ান্ত উত্তেজনা নিয়ে ভারতবাসী অপেক্ষা করে রয়েছে আগামীকালের ম্যাচের জন্যে। 

বিশ্বকাপের একটিও ম্যাচ হারে নি ভারত, তাই তারা আজ স্কোর টেবিলের শীর্ষে অবস্থান করছে। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে আবার অপরদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ভারত এবং অস্ট্রেলিয়া দুজনেই কঠিন প্রতিপক্ষ। তাই একটা অসামান্য লড়াই হয়ত দেখতে পাওয়া যাবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল।


বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্যে উদগ্রীব হয়ে আছে গোটা বিশ্ব। ফাইনালের স্টেডিয়াম থাকবে কানায় কানায় পূর্ন।  গোটা বিশ্ব চোখ রাখবে টিভির পর্দায়। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্যে ইতিমধ্যেই আমেদাবাদে গিয়ে পৌঁছেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এর আগে তাঁর  জামানাতেই এবং তাঁর অধিনায়কত্বেই ভারত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। তাঁর আগ্রহেই ভারতীয় ক্রিকেট দলে গড়ে উঠেছিল ব্লু ব্রিগেড। আগামীকাল মাঠে থাকতে পারেন ভারতীয় ক্রিকেটের আর এক মাইলস্টোন মহেন্দ্র সিং ধোনি ছাড়াও অন্যান্য  প্রাক্তনীরা। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages