বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

Share This

 

বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৩ : ভারতীয় ক্রিকেট শিবিরে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল টিম ইন্ডিয়া থেকে চোট পেয়ে হার্দিক পান্ডিয়ার বিদায়। বাংলাদেশ ম্যাচে তিনি চোট পেয়েছিলেন আর তার জেরেই এবার বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি।

বাংলাদেশের সাথে খেলায় চোট  পেয়ে আহত হলেও চিকিৎসা চলছিল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। ভারতীয় শিবিরে অলরাউন্ডার হিসেবে তাঁর ফিরে  আসার খবরই পাওয়া যাচ্ছিল। কিন্তু আজ খবর পাওয়া গেল ভারত তাদের বিশ্বকাপ দল থেকে বাতিল করেছে হার্দিক পান্ডিয়ার নাম। ভারতীয় ব্লু ব্রিগেড ছেড়ে ফিরে যেতে হচ্ছে হার্দিককে। তাঁর বদলে টিমে  জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে দলে আসলেও মূল দলে অর্থাৎ ১১ জনের দলে প্রসিদ্ধকে জায়গা দেওয়া হবে কিনা তা অবশ্য এখনই বলা যাচ্ছে না।

আগামী ৫ তারিখে ভারত কলকাতার ইডেন গার্ডেনসে খেলতে নামবে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সাথে। সেই দল হয়ত বা অপরিবর্তিত থাকতে পারে, তবে এরপর নক আউট ম্যাচগুলির খেলায় হয়ত দলে ঢুকে পড়তে পারেন শার্দুল ঠাকুর অথবা রবিচন্দ্রন অশ্বিন। সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণার মূল দলে ঢোকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলতে দুই দলই  কলকাতায় এসে পৌঁছেছে। আগামীকাল অর্থাৎ ৫ তারিখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ব্লু ব্রিগেড। এই ম্যাচের টিকিট নিয়ে কলকাতায় হাহাকার দেখা দিয়েছে। অনলাইনে যে সংস্থা টিকিট বিক্রির দায়িত্বে ছিল, সেই সংস্থার বিরুদ্ধে নানারকম অনিয়মের অভিযোগ উঠেছে। কলকাতায় অনেক টাকা দামে ম্যাচের টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে কলকাতায় একাধিক থানায় অভিযোগ জমা পড়েছে। পুলিশ ধরপাকড় করে একজনকে আটক করেছে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ সিএবিকে নোটিশ পাঠালেও কেউই পুলিশের সাথে দেখা করে নি, তাই আজ ফের সিএবিকে নোটিশ পাঠাচ্ছে পুলিশ। সম্ভবত স্নেহাশীষ গাঙ্গুলি বা তাঁর কোনো প্রতিনিধি আজ পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages