৬ ইঞ্চি পাইপের মাধ্যমে দেওয়া গেল গরম খিচুড়ি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


৬ ইঞ্চি পাইপের মাধ্যমে দেওয়া গেল গরম খিচুড়ি

Share This

 

৬ ইঞ্চি পাইপের মাধ্যমে দেওয়া গেল্  গরম খিচুড়ি
ভিডিও ক্যামেরায় দেখা যাচ্ছিল শ্রমিকদের 

আজ খবর (বাংলা), উত্তর কাশী, উত্তরাখন্ড, ২১/১১/২০২৩ :  চলতি মাসের ১২ তারিখ থেকে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের সাথে আরও ভালভাবে যোগাযোগ রাখার ব্যবস্থা করা গেল। সুড়ঙ্গের মধ্যে সফলভাবে ঢুকিয়ে দেওয়া গেল একটি ছয় ইঞ্চির পাইপ।

একটি ছয় ইঞ্চি পাইপের  মাধ্যমে শ্রমিকদের কাছে খাবার পৌঁছানো গিয়েছে আবার ঐ পাইপের মাধ্যমেই পৌঁছানো গিয়েছে ভিডিও ক্যামেরাও। সেই ক্যামেরার সাহায্যেই আটকে পড়া শ্রমিকদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তবে আটকে থাকা শ্রমিকদের এখনও  পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি। যদিও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাঁদেরকে নিরাপদে বের করে নিয়ে আসার জন্যে।

আজ উদ্ধারকারী দল  একটি ছয় ইঞ্চি পাইপলাইনের মধ্যে ভিডিও ক্যামেরা প্রবেশ করিয়ে দেয়, পাইপলাইনের অপর প্রান্তে আটকে থাকা শ্রমিকরা সেই ক্যামেরা নিজেদের হাতে তুলে নেয়. শ্রমিকদের বলা হয় তাঁরা যেন প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে আসেন যাতে তাঁদের প্রত্যেককেই চিনে নিতে পারা যায়। শ্রমিকরা ক্যামেরা ঘুরিয়ে দেখান ঠিক কোন জায়গায় তাঁরা আটকে রয়েছেন। দেখা যায়  ভিতরের জায়গাটি যথেষ্ট অপ্রশস্ত।

শ্রমিকদের বলা হয় তাঁরা যেন ক্যামেরার সামনের দিকটা মুছে পরিষ্কার করে নেন এবং পাইপলানের মুখের দিকটা পরিষ্কার করে নেন। এরপর ব্লোয়ারের সাহায্যে পাইপলাইন পরিষ্কার করা হবে। এই সময় যেন শ্রমিকরা পাইপলাইন থেকে দূরে সরে যান। এর পরেই ফের খাবার দেওয়া হবে ঐ  পাইপলাইনের মাধ্যমে। 

ছবিতে শ্রমিকদের মুখে কিছুটা হাসি দেখা গিয়েছে। তাঁদেরকে ঐ পাইপলাইনের মাধ্যমে একটি ওয়াকি টকি পাঠানো গিয়েছে, যাতে শ্রমিকরা ইচ্ছামত যোগাযোগ করতে পারেন উদ্ধারকারী বাহিনীর সাথে। আটকে পড়ার পর থেকে এই প্রথম শ্রমিকদেরকে গরম খিচুড়ি খেতে দেওয়া গিয়েছে পাইপলাইনের মাধ্যমে। শুধু তাই নয়, শ্রমিকরা যে জায়গাটায় আটকে আছেন তার ঠিক ওপরে পাহাড়ের মাথায় পৌঁছে গিয়েছে ড্রিল মেশিন। এবার পাহাড়ের মাথা থেকে লম্বালম্বি ড্রিল করে পাহাড় কাটার ব্যবস্থা করে দ্রুত পৌঁছানো যাবে অকুস্থলে এবং নিরাপদে শ্রমিকদেরকে উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসা যাবে বলে মনে করা হচ্ছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages