সাড়ে চার কোটির সোনা পাচার আটকে দিল বিএসএফ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সাড়ে চার কোটির সোনা পাচার আটকে দিল বিএসএফ

Share This
সাড়ে চার কোটির সোনা পাচার আটকে দিল বিএসএফ


আজ খবর (বাংলা), বনগাঁ, উত্তর ২৪ পরগণা, ০২/১১/২০২৩ : ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত দিয়ে পাচার হয়ে যাচ্ছিল বিশাল পরিমান সোনার বিস্কুট। কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের তৎপরতা সেই স্মাগলিং পরিকল্পনা সম্পূর্ণভাবে ভেস্তে দিল। বমাল ধরা পড়েছে এক ট্রাক চালকও।

ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ ১লা নভেম্বর। ট্রাকটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিল। প্রাথমিক সন্দেহ হওয়ায় ট্রাকটিকে সীমান্তেই দাঁড় করিয়ে দেন  বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ১৪৫ ব্যাটালিয়ানের জওয়ানরা। ট্রাক থেকে নামিয়ে আনা হয় চালককে। তল্লাশি চালিয়ে ঐ  ট্রাক থেকে প্রচুর পরিমাণে সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে।

ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে প্রায় সাত কিলো সোনা (৬.৯৯৮ কিলো) এই প্রচুর পরিমান সোনার বিস্কুটের বাজার দর বর্তমানে ৪ কোটি ৩২ লক্ষ, ৮৬ হাজার ২১৭ বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় সুরজ মাগ  নামে  ২৩ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। সে উত্তর ২৪ পরগণার জয়পুর গ্রামের বাসিন্দা। চোরা চালানের কাজে গত প্রায় এক বছর ধরে ঐ  ট্রাকটিকে ব্যবহার করা হচ্ছে এবং এক বছর ধরে সুরাজ ট্রাকটি চালাচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বড় সর সাফল্য পেল বিএসএফ। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages