আজ খবর (বাংলা), উত্তর কাশী, উত্তরাখন্ড, ২০/১১/২০২৩ : আট দিন কেটে গেলেও এখনো পর্যন্ত উদ্ধার করা গেল না উত্তর কাশীর নির্মীয়মান সুড়ঙ্গে আটকে পড়া ৪০ জন হতভাগ্য শ্রমিককে। সোমবার তাঁদের উদ্ধারের ব্যাপারে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ১২ তারিখে উত্তরাখণ্ডের উত্তর কাশীতে পাহাড়ের গায়ে একটি সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজ চলার সময়েই সুড়ঙ্গের একটি প্রান্তে ধ্বস নামে। সেই ধ্বসে সুড়ঙ্গের ভিতরেই আটকে পড়েন ৪০ জন শ্রমিক, এঁদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী গিয়ে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করতে থাকে। কিন্তু শ্রমিকদের উদ্ধার করা যায় নি. পাথরের ফাঁক দিয়ে তাদের সাথে যোগাযোগ করা চেষ্টা হয়েছে, যোগাযোগ করাও গিয়েছে। দেখা গেছে শ্রমিকরা সকলেই বেঁচে আছে তবে মারাত্মক আতঙ্কিত হয়ে রয়েছেন।
এর পর ঘটনাস্থলে নানা রকম অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়, তবু তাঁদেরকে উদ্ধার করা যায় নি. নলের সাহায্যে আটকে পড়া শ্রমিকদের কাছে খাবার, ওষুধ এবং অক্সিজেন পাঠানো গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিশ্ববিখ্যাত সুড়ঙ্গ বিশেষজ্ঞ। স্বরকমভাবে চেষ্টা চালানো হচ্ছে যাতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে নিরাপদে বাইরে বের করে আনা যেতে পারে। আসা করা হচ্ছে যাতে চলতি সপ্তাহেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা যায়.
সোমবার শ্রমিকদের যুদ্ধকাজের অগ্রগতি জানতে চেয়ে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সাথে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রম্ভখাল -যমুনেত্রী জাতীয় সড়কের ওপর অবস্থিত সিলকিয়ারা সুরং এখন খাবারের শিরোনামে। আজ সকাল থেকেই ঐ সুড়ঙ্গে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে পাহাড়কাটার চেষ্টা করতে দেখা গিয়েছে। যদি এই ব্যাপারে সাফল্য না আসে তাহলে লম্বালম্বিভাবে পাহাড় কাটার কাজ করা হবে বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দল জানিয়েছে তারা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে যাতে দ্রুত ঐ শ্রমিকদের অক্ষত অবস্থায় বাইরে বের করে আনা যায়, আটকে পড়া শ্রমিকরা আপাতত সুস্থ আছেন। তাঁদেরকে খাবার পাঠানো সম্ভব হয়েছে।