আজ খবর (বাংলা), উত্তরকাশী, উত্তরাখন্ড, ১৬/১১/২০২৩ : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে পাহাড়ে একটি নির্মীয়মান সুড়ঙ্গে নির্মাণকাজ চালাতে গিয়ে ধ্বসে আটকে যাওয়া ৪০ জন শ্রমিককে উদ্ধার করতে বদ্ধপরিকর উদ্ধারকারী দলের সদস্যেরা।
উত্তর কাশীর পাহাড়ে একটি নির্মীয়মান সুড়ঙ্গে নির্মাণ কাজ চালাচ্ছিলেন শ্রমিকরা। তার মধ্যেই সুড়ঙ্গের ভিতরে ধ্বস নামে। এই ঘটনায় সেই সুড়ঙ্গে কর্মরত ৪০ জন শ্রমিক আটকে পড়ে। এই ৪০ জনের মধ্যে আবার ৩ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ৪০ জনকেই উদ্ধার করার লক্ষ্যে কাজে নামে উদ্ধারকারী বাহিনী। আটকে পড়া শ্রমিকদের অবস্থান জানতে পারা গিয়েছে। তাদের নলের মাধ্যমে অক্সিজেন, খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে।
খাবার পৌঁছে দেওয়া নলের মাধ্যমেই তাদের সাথে কিছুটা কথা বলাও গিয়েছে। কিন্তু ধ্বংসস্তূপ সরিয়ে এখনো তাদের উদ্ধার করা যায় নি। এই জন্যে বাইরে থাকা শ্রমিকদের একাংশ সুড়ঙ্গের মুখে বিক্ষোভও দেখিয়েছে। তবে উদ্ধারকারী দল শ্রমিকদের উদ্ধারের ব্যাপারে বদ্ধ পরিকর। ইতিমধ্যেই অন্য্ জায়গা থেকে কাটার এবং অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। প্রতি মুহূর্তে উদ্ধারকারী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে দ্রুত আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছে যাওয়া যায় এবং নিরাপদে তাদের বাইরে বের করে আনা যায়। যে কোনো মুহূর্তে আটকে পড়া শ্রমিকদের বাইরে বের করে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।