আজ খবর (বাংলা), আহমেদাবাদ, গুজরাট, ২০/১১/২০২৩ : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের জন্য আজ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
সারা ট্যুর্নামেন্ট জুড়ে ভারতীয় দল অপরাজিত থেকে গতকাল ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল।এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতীয় দলকে সার্বিক শুভকামনা! ১৪০ কোটি ভারতবাসী আপনাদেরকে নিয়ে উল্লসিত। আপনারা উজ্জ্বল হয়ে দেখা দিন, দারুণ খেলুন এবং খেলোয়াড় সুলভ উদ্যমকে তুলে ধরুন।”
বিশ্বকাপ ক্রিকেট জেতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “চমৎকার বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ট্যুর্নামেন্টে তাদের অসাধারণ যোগ্যতা প্রদর্শন দারুণ জয়লাভে পূর্ণতা পেয়েছে। ট্র্যাভিস হেড – এর অপূর্ব ক্রীড়ানৈপুণ্যের জন্য তাঁকে সাধুবাদ জানাই”।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “চমৎকার বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ট্যুর্নামেন্টে তাদের অসাধারণ যোগ্যতা প্রদর্শন দারুণ জয়লাভে পূর্ণতা পেয়েছে। ট্র্যাভিস হেড – এর অপূর্ব ক্রীড়ানৈপুণ্যের জন্য তাঁকে সাধুবাদ জানাই”।
প্রধানমন্ত্রী আজ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেট দলের নৈপুণ্যের জন্য প্রশংসা করেছেন।
গোটা প্রতিযোগিতায় অপরাজিত থাকার পর বিশ্বকাপের ফাইনালে দল হারায় প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন :
“প্রিয় টিম ইন্ডিয়া, গোটা বিশ্বকাপে আপনাদের দক্ষতা এবং দৃঢ়তা প্রশংসনীয়। আপনারা দারুন মনোভাব নিয়ে খেলেছেন এবং দেশকে অত্যন্ত গর্বিত করেছেন। আমরা আপনাদের সঙ্গে এখনও আছি সবসময় থাকবো”।
Loading...