আজ খবর (বাংলা), উত্তরকাশী, উত্তরাখন্ড, ১৮/১১/২০২৩ : প্রায় ১৫০ ঘন্টা কেটে যেতে চললেও এখনও পর্যন্ত উত্তরাখণ্ডের নির্মীয়মান সুড়ঙ্গের মধ্যে গত ১২ তারিখ থেকে আটকে পড়া ৪০ জন শ্রমিকদের উদ্ধার করা গেল না।
উত্তর কাশীর সিলকিয়ারা সুড়ঙ্গের ভিতরে আনা হয়েছে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি, যার সাহায্যে পাহাড় কাটার কাজ চালানো হচ্ছে। এদিকে সুড়ঙ্গের বাইরে আটকে পড়া শ্রমিকদের জন্যে বাড়ছে উৎকণ্ঠা এবং উত্তেজনা। সুড়ঙ্গের মধ্যে আটকে পড়া চল্লিশ জন শ্রমিকদের মধ্যে ৩ জন আছেন, যাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। উদ্ধারকারী বাহিনীর তরফ থেকে বার বার আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত ওই আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে আনা হবে, তবে বাস্তবে তা এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠে নি। যদিও আটকে থাকা শ্রমিকদের সাথে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে, তাদের খাবার এবং পানীয় জল দেওয়ার ব্যাস্থা করা গিয়েছে। দেওয়া হয়েছে অক্সিজেনও।
গতকাল আরও একটি অত্যাধুনিক যন্ত্র উড়িয়ে আনা হয়েছিল ঘটনাস্থলে। আজ সেখানে নিয়ে আসা হয়েছে সুড়ঙ্গ বিশেষজ্ঞ ক্রিস কুপারকে। তিনি একজন ইঞ্জিনিয়ার এবং মাইক্রো টানেল এক্সপার্ট। বিশ্বের বিভিন্ন সুড়ঙ্গ, মেট্রো রেল, খনি, ড্যাম, রেল ইত্যাদি জটিল প্রকল্পে তাঁকে রাখা হয় একজন বিশেষজ্ঞ হিসেবে। ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেলপথের জন্যেই এই সিলকিয়ারা সুড়ঙ্গটি তৈরি করা হচ্ছিল। ক্রিস কুপার এই রেলপথ প্রকল্পের পরামর্শদাতা। ঘটনাস্থলে পৌঁছেই তিনি কাজ শুরু করে দিয়েছেন। প্রায় এক সপ্তাহ কাটতে চলেছে, গোটা দেশের চোখ এখন ওই সিলকিয়ারা সুড়ঙ্গের দিকে। অধীর আগ্রহে দেশবাসী অপেক্ষা করে আছে, কখন মুক্তি পাবে সুড়ঙ্গের ভিতরে মৃত্যু ফাঁদে আটকে পড়া ৪০ জন হতভাগ্য শ্রমিকরা ! উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ।