আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০২/১১/২০২৩ : অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগের তদন্তে সহযোগিতা করতে আজ লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হলেন অভিযুক্ত সাংসদ মহুয়া মৈত্র।
এর আগে ৩০ তারিখে মহুয়াকে তলব করা হয়েছিল। কিন্তু ব্যস্ত থাকায় মহুয়া চিঠি লিখে আবেদন করেছিলেন যাতে তাঁকে ৫ তারিখের পর ডাকা হয়. এরপর তাঁকে ২রা নভেম্বর অর্থাৎ আজ তলব করা হয়েছিল। সেই অনুযায়ী এদিন মহুয়া মৈত্র এথিক্স কমিটির সামনে হাজিরা দিয়েছিলেন। বৃহষ্পতিবার যথা সময়ে লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি সংসদে যে সব প্রশ্ন তুলে ধরেন, সেই সব প্রশ্নের বিনিময়ে তিনি প্রচুর অর্থ আদায় করেন। এই সাঙ্ঘাতিক অভিযোগ অবশ্য নস্যাৎ করে দিয়েছেন মহুয়া নিজেই। আর আজ সব প্রশ্নের উত্তর দিতে তিনি পৌঁছে গিয়েছে এথিক্স কমিটির সামনে।
সূত্র মারফত জানা গিয়েছে এথিক্স কমিটির কয়েকজন সদস্য মহুয়াকে প্রশ্ন করেছেন। এরপর মহুয়ার জবাব মিলিয়ে দেখে নেওয়া হচ্ছে অন্যান্য তথ্য প্রমাণের সাথে। বিশেষ করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় দেহাদরাইয়ের জমা দেওয়া তথ্য প্রমানের সাথে মিলিয়ে দেখে নেওয়া হবে. দোষী প্রমাণিত হলে মহুয়া মৈত্রকে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে দেখা যেতে পারে, তাঁকে সংসদ থেকে সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।