আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০২/১০/২০২৩ : গ্রামোন্নয়ন প্রকল্পগুলিতে বৈষম্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তোলা অভিযোগ বাতিল করে দিল কেন্দ্র। বিহারে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং বলেছেন, ইউপিএ সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে গ্রামোন্নয়ন প্রকল্পগুলিতে কেন্দ্রীয় বরাদ্দ অনেক বেশি পেয়েছে পশ্চিমবঙ্গ।
শ্রী গিরিরাজ সিং জানান, ইউপিএ সরকারের আমলে পশ্চিমবঙ্গ পেয়েছিল ৫৮ হাজার কোটি টাকা, সেখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের আমলে গত ৯ বছরে পশ্চিমবঙ্গ ২ লক্ষ কোটি টাকার বেশি পেয়েছে। তিনি বলেন, এর থেকেই স্পষ্ট যে, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী কতখানি অঙ্গীকারবদ্ধ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জানান, এমএনআরইজিএ-এর মতো প্রকল্পে গত ৯ বছরে পশ্চিমবঙ্গকে ৫৪ হাজার কোটি টাকার বেশি দেওয়া হয়েছে, সেখানে ইউপিএ আমলে মাত্র ১৪,৯০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’য় ইউপিএ সরকারের আমলে যেখানে ৫,৪০০ কোটি টাকা খরচ করা হয়েছিল, সেখানে মোদী সরকারের আমলে ১১,০০০ কোটি টাকার বেশি, অর্থাৎ দ্বিগুণ টাকা খরচ করা হয়েছে। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় ইউপিএ সরকারের আমলে খরচ করা হয়েছিল ৪,৪০০ কোটি টাকা, সেখানে মোদী সরকারের আমলে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে ৩০ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী আজ আরও বলেন, এনএসএপি-র অধীনে বর্তমান কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছে ৬০ হাজার কোটি টাকা, সেখানে ইউপিএ-র আমলে এর অর্ধেক পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। অর্থ কমিশনের সুপারিশ মেনে পশ্চিমবঙ্গের জন্য ২৫ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে, যেখানে ইউপিএ-র আমলে এই অর্থের পরিমাণ ছিল মাত্র ৩,২০০ কোটি টাকা।
পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী আরও জানান, ২০০৬-১৪ সময়কালে এমএনআরইজিএ-এর অধীনে ১১১ কোটি মনুষ্য দিবস সৃষ্টি হয়েছিল, ২০১৪ সালের পর তা বেড়ে ২৪০ কোটিতে পৌঁছে গিয়েছে। ইউপিএ-র আমলে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় মাত্র ১৫ লক্ষ বাড়ি তৈরি হয়েছিল, সেখানে মোদী সরকারের আমলে পশ্চিমবঙ্গের গরীব মানুষের জন্য ৪৫ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। জাতীয় জীবনজীবিকা মিশন-এ ব্যাঙ্কের সঙ্গে লেনদেনের সম্পর্ক হয়েছে ৭৪ হাজার কোটি টাকার বেশি। আর ইউপিএ আমলে এই অর্থের পরিমাণ ছিল মাত্র ৬০০কোটি টাকা। একইভাবে, ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’য় ইউপিএ-র আমলে মাত্র ১৩ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল, সেখানে মোদী সরকারের আমলে তৈরি হয়েছে ২১ হাজার কিলোমিটার রাস্তা। ২০১৪ পর্যন্ত স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত ছিলেন ৪৮ হাজার দিদি, সেখানে বর্তমান সরকারের আমলে যুক্ত হয়েছেন ১১ লক্ষের বেশি দিদি। মহিলাদের ক্ষমতায়নের এটি সবচেয়ে বড় উদাহরণ।