বন্ধ হল বদ্রীনাথ মন্দিরের দরজা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বন্ধ হল বদ্রীনাথ মন্দিরের দরজা

Share This
বন্ধ হল বদ্রীনাথ মন্দিরের দরজা


আজ খবর (বাংলা), কেদারনাথ, উত্তরাখন্ড, ২৮/১০/২০২৩ : এই বছর তথা এই মরসুমের জন্যে বন্ধ করে দেওয়া হল বদ্রীনাথ মন্দির সহ অন্যান্য আরও কয়েকটি মন্দিরগুলিকে। শীতকালের পর ফের দ্বার খুলে দেওয়া হবে উত্তরাখণ্ডের এই মন্দিরগুলির।

কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুরে বিশেষ পূজার্চনা করে বিকেল চারটে  নাগাদ বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে উত্তরাখণ্ডের আরও কিছু মন্দিরের  দরজাও  বন্ধ করে দেওয়া হয়। এই অঞ্চলগুলিতে এরপর ব্যাপক তুষারপাত হবে। প্রতি বছরের মত শীতকাল চলে গেলে ফের এই মন্দিরগুলির দরজা সাধারণ ভক্তদের জন্যে খুলে দেওয়া হবে। 

আজ ছিল অশ্বিনী পূর্ণিমা। আবার চন্দ্র গ্রহণও  বটে।  আজ রয়েছে কোজাগরী পূর্ণিমাও, ঘরে ঘরে আজ লক্ষীদেবীর আরাধনা করা হচ্ছে। এই পুন্য দিনে আজ হরিদ্বারের 'হর কি পৌরি' গঙ্গার ঘটে বহু হিন্দু ভক্তকে পুন্য স্নান করতে দেখা যায়। বহু হিন্দু ভক্তকে আজ দান ধ্যান করতেও দেখা যায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages