সিকিমের জুড়ে বৃষ্টির তাণ্ডব, নিখোঁজ ২৩ সেনা জওয়ান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সিকিমের জুড়ে বৃষ্টির তাণ্ডব, নিখোঁজ ২৩ সেনা জওয়ান

Share This

সিকিমের জুড়ে বৃষ্টির তাণ্ডব, নিখোঁজ ২৩ সেনা জওয়ান


আজ খবর (বাংলা), গ্যাংটক, সিকিম, ০৪/১০/২০২৩ : প্রবল বর্ষণে সিকিমের পাহাড় জুড়ে চলছে তাণ্ডব। ইতিমধ্যেই সিকিমের বেশ কিছু অঞ্চল বিচ্ছিন্ন রয়েছে। নামানো হয়েছে সেনা, কিন্তু এ পর্যন্ত ২৩ জন সেনা আধিকারিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া গিয়েছে।

পাহাড়ে গত কয়েক দিন ধরে চলছে বৃষ্টি। ফুলে ফেঁপে রয়েছে নদী নালাগুলি। সিকিমের বিভিন্ন জায়গা বিপর্যস্ত হয় রয়েছে। নেমেছে ধবাস, ভেঙে গিয়েছে রাস্তা। যার ফলে সিকিমের বিভিন্ন অঞ্চল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর মধ্যেই ব্যাপক তাণ্ডব দেখাতে শুরু করেছে তিস্তা নদীও। ভেঙে গিয়েছে সিংতামের সেতু। তিস্তার বিভিন্ন জায়গায় হরপা বান নেমে এসেছে, সিকিমের বিভিন্ন জায়গায় মেঘ বিস্ফোরণ হয়েছে। ২৩ জন কর্তব্যরত আর্মি জওয়ান নিখোঁজ হয় গিয়েছেন বলে জানা গিয়েছে। সিকিমের পাহাড় জুড়ে এখনও চলছে প্রবল বর্ষণ।

তিস্তা নদীর উৎস্য অঞ্চলে অর্থাৎ মঙ্গনের লোহনাক লেক অঞ্চলে পরপর মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর পশ্চিম সিকিমের এই অঞ্চলে হরপা বানে কর্তব্যরত সেনা জওয়ানরা খড় kutor মত ভেসে গিয়েছেন। এখনও পর্যন্ত ২৩ জন সেনা জওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের উদ্ধার করতে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে। গোটা সিকিমের জুড়েই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages