আজ খবর (বাংলা), কাঠমান্ডু, নেপাল, ২২/১০/২০২৩ : ফের একবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। সে দেশের প্রায় সব জায়গা থেকেই ভূকম্পন অনুভব করা গিয়েছে।
রবিবার সকল সাতটা চল্লিশ মিনিট (৭:৪০) নাগাদ বারবার ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে সমগ্র নেপাল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ বলে জানা গিয়েছে। ভূকম্পনের কেন্দ্রস্থল সম্বন্ধে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি। আফটার শকেরও কোনো খবর নেই।
আজ সকালেই প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালের বিভিন্ন জায়গায়। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশিছিল যে ভারতের হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার সহ আরও কিছু রাজ্য থেকে কম্পন অনুভূত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কিছুদিনের মধ্যে ঘন ঘন ভূকম্পন অনুভূত হয়ে চলেছে নেপালে। আজ সকালবেলায় কম্পন অনুভূত হতেই স্থানীয় মানুষজন দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন, তাঁরা যথেষ্ট আতঙ্কিত ছিলেন। ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।