নেপাল, আফগানিস্তান জুড়ে জোড়া ভূমিকম্প - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নেপাল, আফগানিস্তান জুড়ে জোড়া ভূমিকম্প

Share This

নেপাল, আফগানিস্তান জুড়ে জোড়া ভূমিকম্প


আজ খবর (বাংলা), কাঠমান্ডু ও কাবুল, নেপাল ও আফগানিস্তান, ০৩/১০/২০২৩ : গতকাল দেশের পূর্ব প্রান্তে থাকা গারো পাহাড় এবং প্রতিবেশী দেশ মায়ানমার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। আজ ভারতের আরও দুই প্রতিবেশী দেশ কেঁপে উঠল ভূমিকম্পে। প্রথমটি হল নেপাল এবং অপরটি হল আফগানিস্তান।

নেপালে আজ পরপর দুটি ভূমিকম্প হয়েছে। প্রথমটি হয়েছে দুপুর ২:২৫ মিনিটে এবং পরেরটি হয়ছে দুপুর ২:৫১ মিনিটে।  রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৬, ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় কম্পনটির মাত্রা রিখটার স্কেল দেখিয়েছে ৬.২; ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। পরপর দুটি কম্পন অনুভূত হওয়ায় নেপাল দেশ জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। 

এদিন আফগানিস্তানের ফইজাবাদ এলাকাতেও বিকেল সাড়ে চারটে নাগাদ ভূমিকম্প হয়েছে বলে জানতে পারা গিয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪.৭; ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages