মহুয়াকে হাজির হতেই হবে আগামী ২রা নভেম্বর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মহুয়াকে হাজির হতেই হবে আগামী ২রা নভেম্বর

Share This

 

মহুয়াকে হাজির হতেই হবে আগামী ২রা নভেম্বর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৮/১০/২০২৩ :  অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এথিক্স কমিটির সামনে হাজির হতে আর খুব বেশি সময় দেওয়া হল না। আগামী নভেম্বর মাসের ২ তারিখেই সকাল ১১টায় এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে হবে মহুয়াকে।

সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তুলে ধরার জন্যে অর্থ নিতেন মহুয়া মৈত্র, অন্তত তাঁর বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।  গোটা বিষয়টির তদন্ত করতে সংসদের তরফ থেকে একটি এথিক্স কমিটি গঠন করা হয়েছিল, যার সামনে মহুয়া মৈত্রকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তৃণমূলের সাংসদ হাজির হওয়ার জন্যে বেশ কিছুটা সময় চেয়ে নেন।সেই অনুযায়ী আগামী নভেম্বর মাসের ২ তারিখে তাঁর হাজিরার দিন ধার্য করা হয়েছে। চলতি মাসের ৩১ তারিখের মধ্যে তাঁকে ওরাল ডক্যুমেন্টস জমা দিতে বলা হয়েছে।  

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে চাইছে এথিক্স কমিটি। সেই কারণেই এখন যদি মহুয়া ফের হাজিরা দেওয়ার তারিখ পিছানোর জন্যে আবেদন করেন, তা মানা হবে না বলেই জানা যাচ্ছে। মহুয়া মৈত্রের এই ঘটনা নিয়ে কোনো রকম বিবৃতি দেয় নি তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনার ওপর নজর রাখছে দল। আপাতত এই ঘটনায় সাংসদের পাশে দল থাকবে না বলেই জানা গিয়েছে সূত্র মারফত। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages