বিজয়ার উল্লাসে ভারত, নেপাল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিজয়ার উল্লাসে ভারত, নেপাল

Share This

বিজয়ার উল্লাসে ভারত, নেপাল


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/১০/২০২৩ : বিষাদের সুর সর্বত্র। আজ দশমী মা ফিরে যাচ্ছেন কৈলাসে বাবার কাছে। উৎসব শেষে এবার বিসর্জনের বাজনা বেজে উঠেছে মন্ডপে মন্ডপে। 

রাজ্যের সর্বত্রই বিসর্জন নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে পুজো কমিটিগুলো। উৎসবের অন্তিম লগ্ন তাই মন খারাপ সকলের। আজ বিসর্জন। পুরুষরা নিজেদের মধ্যে কোলাকুলি সেরে নিয়েছে, বয়স্কদের প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেওয়া হয়েছে। ঢাকিরা বাজাচ্ছে বিসর্জনের সুর। মহিলারা সিঁদুর খেলা আর মাকে বরণ করে নিতে ব্যস্ত। মন বলছে আবার এসো মা।

এই রাজ্যের মত গোটা দেশেই পালিত হচ্ছে বিজয়া দশমী। চলছে মিষ্টিমুখ। লাড্ডু বিতরণ। শেষ হয়েছে নবরাত্রি। আজ দশমী, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন জায়গায় আজ রাবান বধ উৎসব পালিত হচ্ছে মহা সমারোহে।

নেপালের সর্বত্র বিজয়া দশমী পালিত হচ্ছে। পালন করা হচ্ছে টিক্কা উৎসব। নাচে গানে মুখর হয়ে উঠেছে নেপালের আকাশ বাতাস। 

"আজ খবরের তরফ থেকে প্রত্যেক পাঠক ও দর্শককে জানাই শুভ বিজয়া। আগামী দিনগুলি কাটুক আনন্দ ও সাফল্যের সাথে।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages