আজ খবর (বাংলা), পুনে, মহারাষ্ট্র, ২২/১০/২০২৩ : মহারাষ্ট্রের পুণের কাছে একটি শিক্ষার্থী বিমান ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঐ বিমানে যাঁরা ছিলেন তাঁরা সকালেই বিমান চালানো শিখছিলেন। বিমানে প্রশিক্ষকও ছিলেন। রবিবার সকালে কিছুক্ষন আগে হঠাৎ করেই বিমানটি ভেঙে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে মহারাষ্ট্রের পুণের কাছে গজুবাভী নামে একটি গ্রামের কাছে একটি বিমান ভেঙে পড়েছে। বিমানটি বিমান চালনা প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হত। আজ সকালে গ্রামের কৃষিক্ষেত্রে সেই বিমানটি মুখ থুবড়ে পড়ে।
এই দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে কিছুই জানা যায় নি। কাউকে উদ্ধার করা হয়েছে বলেও কোনো খবর আসেনি। ঘটনাটি ঘটেছে একটু আগেই। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
নিউজ আপডেট (১০:৩৫) : পরবর্তী খবরে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে যে প্রশিক্ষক ও শিক্ষার্থীরা ছিলেন, তাঁরা সকালেই নিরাপদ এবং সুরক্ষিত আছেন। তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন।