গগনযানের সফল উৎক্ষেপণ, লক্ষ্য ২০২৫ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গগনযানের সফল উৎক্ষেপণ, লক্ষ্য ২০২৫

Share This

গগনযানের সফল উৎক্ষেপণ, লক্ষ্য ২০২৫


আজ খবর (বাংলা), শ্রীহরিকোটা , অন্ধ্রপ্রদেশ, ২১/১০/২০২৩ : অবশেষে এল সুখবর, নানান সমস্যার সম্মুখীন হয়েও সব বাধা কাটিয়ে অবশেষে গগন যান মিশনের অঙ্গ  হিসেবে টিভি-ডি ১ মহাকাশযানের সফল উৎক্ষেপণ করল ইসরো।

প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শনিবার সকাল ৮:৪২ মিনিটে উৎক্ষেপণ করা হবে মহাকাশযানটির। সেইমত লঞ্চ টার্মিনালে রেখে কাউন্ট ডাউন শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু অন্তিম মুহূর্তের ঠিক ৬ সেকেন্ড আগে দেখা যায় মহাকাশযানের ইগনিশন বিভাগ ঠিকমত কাজ করতে পারছে না। সঙ্গে সঙ্গে উৎক্ষেপণ বাতিল করে দেওয়া হয়। এর কিছুক্ষন পরে ইসরোর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, যাবতীয় ত্রুটি সারিয়ে মহাকাশযানের উৎক্ষেপণ করা হবে।. সেই ঘোষণা মত এরপর সকাল ১০টায়  টিভি-ডি ১ মহাকাশযানের সফল উৎক্ষেপণ করে ইসরো।

মহাকাশযানের সফল উৎক্ষেপণের জন্যে সহযোগী বিজ্ঞানীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ইসরোর ডিরেক্টর এস সোমনাথ। ভারত পরিকল্পনা করেছে আগামী ২০২৫ সালে তিনজন মহাকাশচারী বিজ্ঞানীদের নিয়ে মহাকাশে পাড়ি  দেবে ভারতীয় মহাকাশযান। সেই মহাকাশযান নির্দিষ্ট সময় পারে ফিরেও আসবে এবং পৃথিবীতে অবতরণ করবে কোনো সমুদ্রে। আজ ভারত সেই অবতরণের মহড়াও দিয়ে রাখল সফলভাবে। আজকের পর ভারত গগন যান মিশনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানে আরও এক ধাপ এগিয়ে গেল।  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages