আজ খবর (বাংলা), শিলং, মেঘালয়, ০২/১০/২০২৩ : ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়ের উত্তর গারো পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চল। ভূমিকম্পের ব্যাপ্তি এতোটাই ছিল যে উত্তর বঙ্গের বিভিন্ন জায়গা থেকে কম্পন অনুভব করা গিয়েছে।
সোমবার সন্ধ্যা সওয়া ছ'টা নাগাদ মেঘালয় রাজ্যের উত্তর গারো পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২; ভুকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিন ভূকম্পনের তীব্রতা অনুভূত হয়েছে উত্তর বঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে। এমনকি শিলিগুড়ি শহর থেকে ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
সোমবার পায় একই সময় সন্ধ্যা ৭টা বেজে ৫৯ সেকেন্ডে মায়ানমারেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২; ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২০ কিলোমিটার গভীরে। প্রসঙ্গত উল্লেখ্য সেপ্টেম্বর মাসের ৭ তারিখে মায়ানমারে ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪;
এদিন মেঘালয় বা মায়ানমার কোনো জায়গা থেকেই ভূমিকম্পের জেরে হতাহত বা তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।