এবার সিংহম পরিবারে নতুন চমক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার সিংহম পরিবারে নতুন চমক

Share This

 

এবার সিংহম পরিবারে নতুন চমক

আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ১৯/১০/২০২৩  :  সিংহম পরিবারে এবার নতুন চমক আসতে  চলেছে। অক্ষয় কুমারের পর এবার এই পরিবারে যুক্ত হতে চলেছেন টাইগার শ্রফ। বৃহষ্পতিবার এই সিরিজের নতুন ছবি "সিংহম এগেইন"-এর নতুন টিজার প্রকাশ পেয়েছে, যেখানে টাইগার শ্রফকে একশন দৃশ্যে দেখা যাচ্ছে।

রোহিত শেট্টির সিংহম পরিবারে আরও এক বলিষ্ঠ সংযোজন, আর তিনি হলেন টাইগার শ্রফ। রোহিত শেট্টি এই ছবির টিজার লঞ্চ করে নিজেই এই কথা ঘোষণা করেছেন। সিংহম সিরিজের পরবর্তী রিলিজ হতে চলেছে "সিংহম এগেইন", এই ছবিতে অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রণবীর সিং এবং কারিনা কাপুর খানদের সাথে স্ক্রিন শেয়ার করতে আসছেন টাইগার শ্রফ।  

ছবিতে অবশ্যই একশন  দৃশ্যগুলিতে দেখতে পাওয়া যাবে টাইগারকে। টিজারের ছবিটাই সেই ইঙ্গিত দিয়ে দিচ্চ্ছে। এই ছবিতেই সিংহম গল্পে ঢুকে পড়ছে এসিপি সত্য, এই ভূমিকাতেই দেখতে পাওয়া যাবে টাইগার শ্রফকে। সিংহম এগেইন সম্ভবত মুক্তি পেতে চলেছে ২০২৪ সালের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ই আগস্টের দিনে। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages