আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০২/১০/২০২৩ : ট্রেনে চেপে না যেতে পারলেও ভাড়া করা বাসে চেপেই পশ্চিম বঙ্গ থেকে রাজধানী দিল্লীতে গিয়ে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।
পশ্চিমবঙ্গ থেকে নেতারা বাসে চেপে দিল্লী গিয়ে পৌঁছাতেই অনেকটাই সন্তুষ্ট বলে মনে হয়েছে অভিষেক ব্যানার্জিকে। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেন, "পশ্চিমবঙ্গবাসীর প্রতি কেন্দ্র সরকার যে চরম বঞ্চনা করে চলেছে তারই প্রতিবাদে আমি দলের নেতাদের নিয়ে রাজধানীর মাটিতে মিটিং ডেকেছিলাম। নানাভাবে বাধাপ্রাপ্ত হয়েও দলের নেতারা দিল্লীতে এসেছেন। আমরা পূর্ব নির্ধারিত দুই দিনের প্রতিবাদ কর্মসূচি পালন করব।"
অভিষেক এর আগেও জানিয়েছিলেন যে রাজ্যের প্রতি কেন্দ্রের এই বঞ্চনার জোরদার প্রতিবাদ করা হবে এবং সেটা হবে দিল্লিতেই। একশ দিনের কাজ সহ বেশ কিছু প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না রাজ্যকে। ফলে সেইসব প্রকল্প বন্ধ হতে বসেছে। আবার কেন্দ্রের বক্তব্য এর আগে রাজ্যকে যে অর্থ দেওয়া হয়েছিল তার যথাযথ হিসেব রাজ্য দেয় নি। তাই অর্থ মন্ত্রক টাকা দেওয়া বন্ধ করেছে। কেন্দ্রের অভিযোগ অবশ্য মানতে রাজি নয় রাজ্য সরকার।
এদিকে আগামী ৩ তারিখে Leaps & Bounds সংক্রান্ত মামলায় অভিষেক ব্যানার্জীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। ঐ মামলায় অভিষেকের বাবা ও মাকেও তলব করা হয়েছিল যেহেতু একটা সময় তাঁরা ওই সংস্থার ডিরেক্টর ছিলেন। এখন এটাই দেখার যে অভিষেক ৩ তারিখে কোথায় যান, দিল্লির প্রতিবাদ সভায় নাকি কলকাতায় ইডির দপ্তরে ?