আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৯/২০২৩ : leaps & Bounds সংস্থার কর্তাদের সম্পত্তির বিবরণ চেয়ে পাঠালো আদালত। এই কোম্পাণিকের ডিরেক্টর ও সিইওদের সম্পত্তির পরিমাণ জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে এই মামলায় বাংলার সিনেমা জগতের যোগ কতটা সেটাও জানতে চাওয়া হয়েছে।
leaps & Bounds সংস্থাটির নানারকম লেনদেন নিয়ে চুল চেরা কাঁটা ছেঁড়া চলছে, সেই হিসাব নিকাশ আরও ভালভাবে করতেই এবার ঐ সংস্থার কর্তাদের সম্পত্তির বিবরণ চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বৃহষ্পতিবার এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এছাড়াও সংস্থার মেমোরেন্ডাম অফ এসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেলস চেয়ে পাঠানো হয়েছে।
leaps & Bounds সংস্থাটির সাথে কতজন অভিনেতা ও অভিনেত্রীর যোগ রয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ চাওয়া হয়েছে তদন্তকারী সংস্থার কাছে। এই মামলায় এখনো পর্যন্ত মাত্র একজন অভিনেতার যোগ থাকায় বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। এই ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন তিনি। আগামী শুনানির দিনে এই বিবরণ জমা করতে হবে বলে তিনি উল্লেখ করেন। ইডি এই মামলায় এখনো পর্যন্ত অভিনেত্রী নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদ করেছে।