আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৯/২০২৩ : ফের একবার রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত চরমে উঠল এবং রাজভাবনকে রাজ্য সরকারের চরম হুঁশিয়ারী দেওয়ার সাক্ষী থাকলেন রাজ্যবাসী।
গত কয়েকদিন ধরেই রাজভবনের সাথে নবান্নের সম্পর্ক উত্তপ্ত হয়েই চলেছে। রাজ্য সরকার অভিযোগ করে বলেছে 'রাজ্যপাল অবৈধভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করে চলেছেন এবং সেই বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানাচ্ছেন না।' কিছু কিছু জায়গায় রাজ্যপাল নিজে আচার্য হয়েও উপাচার্য হিসেবে কাজ করবেন বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার সরকারের মতে এগুলো অনৈতিক, অবৈধ এবং অসাংবিধানিক। শুধু তাই নয়, রাজ্য সরকারের পাঠানো বেশ কিছু বিল রাজ্যপাল আটকেও রাখছেন, সই করছেন না বলে অভিযোগ করেছে মমতার সরকার।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বক্তব্য তিনি যা কিছু করছেন তা সংবিধান মেনে এবং ইউজিসির গাইডলাইন মেনেই করছেন। যা কিছু করছেন তা তাঁর এক্তিয়ারভুক্ত বলেই তিনি করছেন। রাজ্য সরকারের উচিত তাঁর পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা। দিন দুয়েক আগেই রাজ্য সরকার রাজ্যপালকে তাঁর এক্তিয়ার সম্পর্কিত ক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে একটি চিঠি দিয়েছিলেন।
আজ শিক্ষক দিবসে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যপাল যা খুশী তাই করতে পারেন না। তিনি যদি এভাবে কাজ করতে থাকেন তাহলে আমরা অর্থনৈতিক অবরোধ করতে বাধ্য হব। যে সব বিশ্ববিদ্যালয়গুলি রাজ্যপালের কথায় চলবে তাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে, দেখি রাজ্যপাল কিভাবে বেতন দিতে পারেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করব না। একে 'টিট ফর ট্যাট' বলা যায়। এর জন্যে দরকার হলে আমরা রাজভবনের দরজায় ধর্না দেব।"
মমতার এই বক্তব্যের পর রাজভবন থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায় নি। তবে মমতার বক্তব্যকে বিজেপি 'নজিরবিহীন' আখ্যা দিয়েছে।