আজ খবর (বাংলা), নতুন দিল্লি, ভারত, ০৮/০৯/২০২৩ : আজ দেশের ছয় রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্র নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। রাজধানী দিল্লিতে জি২০ বৈঠকের প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক দলগুলির নজর রয়েছে উপনির্বাচনের ফলাফলের দিকে।
ভোট হয়ে গিয়েছে, আজ দেশের ছয় রাজ্যে সাতটি বিধানসভা কেন্দ্রে গননার শেষে ফল প্রকাশ করা হবে। ওই কেন্দ্রগুলি হল উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তর প্রদেশের ঘোসি, কেরালার পুথুপ্পাল্লি, পশ্চিমবঙ্গের ধুপগুড়ি, ঝাড়খণ্ডের দুমরী এবং ত্রিপুরার বকসানগর ও ধানপুর।
এর মধ্যে পশ্চিমবঙ্গের ধুপগুড়িতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি প্রার্থী তাপসী রায় হার মেনেছেন। এখানে বিজেপির বিষ্ণু চরণ রায় বিধায়ক ছিলেন কিন্তু তাঁর মৃত্যুর পর উপনির্বাচনের জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। টুইট করে তৃণমূল কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্য আজ সকালেই রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লিতে উড়ে গিয়েছেন।
এদিকে ত্রিপুরার দুই বিধানসভা কেন্দ্রেই জিতে গিয়েছে বিজেপি। কেরালার পুথুপ্পল্লি বিধানসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেস। বাকি জায়গাগুলোর ফল এখনও প্রকাশিত হয় নি।