হোয়াইট হাউসে সিক্রেট এজেন্টকেই কামড়ে দিল বাইডেনের পোষ্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হোয়াইট হাউসে সিক্রেট এজেন্টকেই কামড়ে দিল বাইডেনের পোষ্য

Share This

হোয়াইট হাউসে সিক্রেট এজেন্টকেই কামড়ে দিল বাইডেনের পোষ্য


আজ খবর (বাংলা), ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ২৭/০৯/২০২৩ : নিরাপত্তার কাজে রাখা মার্কিন রাষ্ট্রপতির সারমেয় শেষ পর্যন্ত কামড়ে দিল সে দেশের নিরাপত্তার কাজে যুক্ত এক সিক্রেট সার্ভিস এজেন্টকে।

যাকে তাকে কামড় বসাচ্ছে কমান্ডার, আর এটাই এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বিশাল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর পোষ্য সারমেয়টি হল একটি জার্মান শেফার্ড প্রজাতির কুকুর।  নাম তার কমান্ডার, যথেষ্ট শিক্ষিত সে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে হোয়াইট হাউসে কর্তব্যরত বিভিন্ন মানুষকে সে কামড়ে দিচ্ছে। কেন সে এমন ব্যবহার করছে সেটা অবশ্য জানা যায় নি। 

সোমবার রাতে আমেরিকার সিক্রেট সার্ভিসের এজেন্ট এক অফিসার কমান্ডারের সংস্পর্শে আসেন আর সেই সময় সে কামড়ে দেয় ওই এজেন্টের হাতে ও থাইতে। দ্রুত ওই অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তবে এবারই প্রথম বার নয়, কমান্ডার এইভাবে এর আগে ১০ জনকে কামড়ে দিয়েছে। এর আগে বাইডেনের আর একটি পোষ্য সারমেয়কে একই কারণে হোয়াইট হাউস থেকে অপসারণ করা হয়েছিল। তাঁর নাম ছিল মেজর। কমান্ডারের ভাগ্যে কি আছে তা অবশ্য জানায় নি হোয়াইট হাউস।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages