আজ খবর (বাংলা), বেঙ্গালুরু, কর্ণাটক, ০২/০৯/২০২৩ : রবির পথে গর্বের যাত্রা শুরু করল আদিত্য। কিছুদিন আগেই চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ভারত, এবার সূর্যের দিকে মহাকাশযান পাঠালো সফলভাবে। শনিবার ভারতের শ্রীহরিকোটা থেকে সফলভাবে ভারত মহাকাশযান পাঠালো সূর্যের উদ্দেশ্যে।
সূর্য এবং পৃথিবীর মাঝে এল ওয়ান নামে একটি পয়েন্ট রয়েছে, যেখানে গেলে সূর্যের প্রচন্ড তাপেও পুড়ে যাবে না মহাকাশযান, আর এই পয়েন্টেই আপাত গন্তব্য আদিত্য মহাকাশযানটির। ঐ পয়েন্টে দাঁড়িয়েই সূর্যের ওপর নজর রেখে তার রহস্য জানার চেষ্টা করবে ভারতীয় মহাকাশযান আদিত্য। সে প্রতি নিয়ত তথ্য পাঠাবে ভারতে, আর ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা সেইসব তথ্য চুলচেরা বিশ্লেষণ করে যাবেন। সূর্যের রহস্য জানতে অনন্ত উদ্যম দেখিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। তারই ফলাফল আদিত্য মহাকাশযান।
আজ সকাল ১১টা বেজে ৫০ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে আদিত্য এল ওয়ান মহাকাশযানটির। আপাতত ১৫ লক্ষ কিলোমিটার দূরের পথ পাড়ি দেবে আদিত্য, সময় লাগবে ১২৭ দি।.
সফলভাবে চাঁদে মহাকাশযান পাঠানো এবং সূর্যের উদ্দেশ্যে সফলভাবে মহাকাশযানের উৎক্ষেপণের পর ইসরোর প্রতি ভরসা আরও অনেকটা বেড়ে গিয়েছে ভারতবাসীর। আদিত্যর সফল উৎক্ষেপণের জন্যে ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর ভারত শুক্রগ্রহে এবং হয়ত মঙ্গল গ্রহেও মহাকাশযান পাঠাবে। তবে ভারত প্রস্তুত হচ্ছে ২০২৫ সালে চাঁদে মানুষ পাঠানোর জন্যে।