আজ খবর (বাংলা), ধূপগুড়ি, জলপাইগুড়ি, ০৫/০৯/২০২৩ : মোটামুটিভাবে নির্বিঘ্নেই মিটে গেল ধূপগুড়ির উপনির্বাচন। যদিও ধুপগুড়িকে নিয়ে জল্পনার পারদ চড়েছে বিগত কয়েকটা দিনে।
২০২১ সালে বিজেপির বিষ্ণুপ্ৰসাদ রায় ধুপগুড়িতে তৃণমূলের মিতালি রায়কে ৪,৩৫৫ ভোটে হারিয়ে দিয়েছিলেন। মিতালি রায় দুদিন আগেও যিনি তৃণমূলের জনসভায় গিয়ে অভিষেক ব্যানার্জিকে উত্তরীয় পড়িয়ে দিয়েছিলেন, তিনিই পরের দিন অর্থাৎ ভোটের আগেই আচমকা তৃণমূল ছেড়ে যোগদান করেন পদ্ম শিবিরে। বিষ্ণুপদ রায়ের অকাল প্রয়ানের পর ধুপগুড়িতে সোমবার উপনির্বাচন করা হয়।
বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তাপসী রায়। তাপসীর স্বামী জগন্নাথ রায় ছিলেন একজন সিআরপিএফ জওয়ান, ২০২১ সালে জম্মু ও কাশ্মীরে জঙ্গীদের গুলিতে দেশের জন্যে শহীদ হয়েছিলেন। তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন ধূপগুড়ি গার্লস কলেজের শিক্ষক নির্মল চন্দ্র রায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবার বলা হয়েছে তারা ধুপগুড়িতে ক্ষমতায় এলে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়িকে মহকুমা করে দেওয়া হবে। কংগ্রেস সমর্থিত বামেদের প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন ঈশ্বর চন্দ্র রায়। ধূপগুড়ি উপনির্বাচনের গণনা হবে আগামী ৮ তারিখে আর সেদিকেই তাকিয়ে আছেন রাজ্যবাসী।
এদিন নির্বাচনের সময় কর্তব্যরত পুলিশ কেন বুথগুলির দরজায় রয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলে বিজেপি। তারা পুলিশকে ২০০ মিটার দূরে সরে যেতে অনুরোধ করলে সহকারী পুলিশ সুপার বিজেপি প্রার্থীকে আইনের পাঠ দিতে থাকেন। সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ করে বিজেপি। নির্বাচন কমিশন গোটা বিষয়টির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পুলিশের থেকে।