আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৩ : যাদবপুর বিশ্বিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার ঘটনায় সোমবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর কাছে একটি হুমকি চিঠি এসেছিল, সেই চিঠিতে যাদবপুর কাণ্ডের মূল অভিযুক্ত সৌরভ বসুর কথা উল্লেখ করে লেখা হয়েছিল যে "সৌরভের কিছু হলে একটা দানাই যথেষ্ট।" এখানে গুলিকে দানা হিসেবে বলা হয়েছে। হুমকি চিঠি পেয়ে স্নেহ মঞ্জু বসু পুলিশের দারস্থ হয়েছিলেন।
তদন্তে নেমে পুলিশ ওড়িশার ভুবনেশ্বর এর একটি হোটেল থেকে অধ্যাপক রানা রায়কে গ্রেপ্তার করেছে। যদিও রানাকে গ্রেপ্তার করা হয়েছে অন্য একটি অভিযোগে। এক মহিলার শ্লীলতাহানি করার জন্যে এদিন গ্রেপ্তার করা হয়েছে অধ্যাপক রানা রায়কে। আজ তাঁকে কলকাতার টালা থানায় নিয়ে আসা হয়েছে, এরপর তাঁকে শিয়ালদহ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।