বুর্জ খলিফায় শাহরুখের জওয়ান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বুর্জ খলিফায় শাহরুখের জওয়ান

Share This

বুর্জ খলিফায় শাহরুখের জওয়ান


আজ খবর (বাংলা), দুবাই, আরব, 01/09/2023 : মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত নতুন ছবিতে জওয়ান। এই ছবির প্রমোশনের কাজে শাহরুখ এখন দুবাইতে আছেন।  আরব দুনিয়ার বাজার ধরতেই তাঁর দুবাই যাওয়া।

বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ছবির ডিরেক্টর এটলি ও মিউজিক কম্পোজার অনিরুদ্ধ রবিচান্দরকে নিয়ে পৌঁছে যান বিশ্বের সবচেয়ে লম্বা বিল্ডিং বুর্জ খলিফার সামনে। গতকাল এই বুর্জ খলিফার গায়েই লেজার শো করে দেখানো হল জওয়ান ছবির ট্রেলার।  উপস্থিত ছিলেন শাহরুখের অসংখ্য আরবের অনুরাগী।


নীল জিন্স, কালো টি শার্ট আর লাল জ্যাকেটে দারুন দেখাচ্ছিল বলিউডের বাদশাকে । তাঁর চোখে ছিল কালো সানগ্লাস। ছবির ঝলক দেখানো হয়ে গেলে শাহরুখ উঠে পড়েন ড্যান্স ফ্লোরে।  জওয়ান ছবির দুটি গানের সাথে পা মেলান তিনি। তাঁকে দেখে বুর্জ খলিফা এলাকায় ব্যাপক ভীড় জমে যায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages