শ্যুটিং এ সোনা জিতল ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শ্যুটিং এ সোনা জিতল ভারত

Share This

শ্যুটিং এ সোনা জিতল ভারত


আজ খবর (বাংলা), নতুন দিল্লি, ভারত, ২৮/০৯/২০২৩ :   দিনের শুরুতেই খুশির খবর, শ্যুটিংয়ে সোনা জিতল ভারত। ফলে এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এল মোট ৬টি সোনা। স্বাভাবিক ভাবেই খুশি ভারতীয়রা। 

বৃহস্পতিবার সকালে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল শ্যুটিং বিভাগে সোনা জিতল ভারত। ভারতের হয়ে সোনা জিতলেন সারবজ্যত সিং, শিবা নারোয়াল এবং অর্জুন সিং চিমা। এঁদের মোট প্রাপ্ত নম্বর হল ১৭৩৪ পয়েন্ট। এক পয়েন্ট কম পেয়ে চীনের কপালে জুটল রূপো। এছাড়া তৃতীয় স্থান পেয়েছে ভিয়েতনাম।

মোট ৬টি সোনা পেয়ে ভারত এ পর্যন্ত মোট ২৪টি পদক জিতল। ভারতের ঝুলিতে রয়েছে ৮টি রূপো এবং মোট ১০টি ব্রোঞ্জ। ভারতের প্রতিযোগীরা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেন। চীনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই় হয়েছে ভারতের। চীনের তিন প্রতিযোগী মোট ১৭৩৩ পয়েন্ট স্কোর করেন। ভিয়েতনামের প্রতিযোগীরা মোট ১৭৩০ পয়েন্ট স্কোর করে তৃতীয় স্থান অধিকার করেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages