আজ খবর (বাংলা), প্রতাপগড়, রাজস্থান, ০২/০৯/২০২৩ : ফের এক মহিলাকে মারধর করে নগ্ন করে গ্রামের রাস্তায় হাঁটানো হল। এবার ঘটনাস্থল রাজস্থানের প্রতাপগড়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা মহিলার বিয়ে হয়েছিল এক বছর আগে, প্রতাপগড়ের নিচলকোটা গ্রামে। কিন্তু ঐ মহিলা বিয়ের পর থেকে অন্য একজনের বাড়িতে গিয়ে থাকতেন বলে অভিযোগ উঠেছে। এরপরেই আদিবাসী ঐ মহিলার স্বামী ও তাঁর আত্মীয়রা মহিলাকে তুলে নিয়ে যায়। এরপর মহিলাকে ব্যাপক মারধর করা হয় আর তার পরেই তাঁকে নগ্ন করে গ্রামের মধ্যে এক কিলোমিটার রাস্তায় হাঁটানো হয়। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
খবর পেয়ে ঐ গ্রামে পুলিশ যায়। পুলিশকে দেখেই নিজেকে উদ্ধারের আশায় মহিলা পুলিশের কাছে ছুটে যায়। তাঁকে তাড়া করতে গিয়ে পড়ে গিয়ে আহত হয় তার স্বামী ও আত্মীয়রা। তাদেরকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাদেরকে আদালতে পেশ করা হবে। এই ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।