শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রন মমতার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রন মমতার

Share This
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রন মমতার আন্তর্জাতিক


আজ খবর (বাংলা), দুবাই, আরব, ১৩/০৯/২০২৩ :  স্পেন সফরে যাওয়ার আগেই দুবাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের সাথে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্পেন সফরে গিয়েছেন। 

মমতার স্পেন সফরের উদ্দেশ্য হল যাতে রাজ্য শিল্প বিনিয়োগ আসে। রাজ্যে বিনিয়োগ করার উদ্দেশ্যে স্পেন থেকে প্রতিনিধি দল এর আগে একাধিকবার কলকাতায় ঘুরে গিয়েছেন, তাই এবার মমতা নিজেই স্পেন সফরে গেলেন শুধুমাত্র বিনিয়োগ টানার জন্যে। স্পেন সফরে যাত্রাকালীন মমতা দুবাই হয়ে ইউরোপের পথে যান, দুবাই বিমানবন্দরে তাঁর সাথে দেখা হয়ে যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে মমতার সাথে সাক্ষাৎ করতে  উৎসাহ দেখান এবং তাঁর সাথে বিমানবন্দরেই একটি বৈঠকে যোগ দেন। মমতা তাঁকে আগামী ২০২৩ সালে পশ্চিমবঙ্গের বিজনেস সামিটে আমন্ত্রণ জানান। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমাসিংহে মমতার আমন্ত্রণ স্বীকার করেছেন।  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages