ধুপগুড়িতে নির্বাচনী ইশতেহার তৃণমূলের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ধুপগুড়িতে নির্বাচনী ইশতেহার তৃণমূলের

Share This

ধুপগুড়িতে নির্বাচনী ইশতেহার তৃণমূলের


আজ খবর (বাংলা), ধূপগুড়ি, জলপাইগুড়ি, 01/09/2023 : ধূপগুড়ি উপনির্বাচনের প্রাক্কালে প্রেস কনফারেন্স করে তৃণমূলের তরফে প্রকাশ করা হল নির্বাচনী ইস্তাহার। 

এদিন তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের বাড়িতে জলপাইগুড়ি জেলা তৃণমূল নেত্রী মহুয়া গোপ ও রাজগঞ্জের বিধায়ক ক্ষগেশ্বর রায়ের উপস্তিতিতে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ, রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায়, ও প্রার্থী নির্মল চন্দ্র রায় নিজে।

ড: নির্মল চন্দ্র রায়ের অঙ্গীকার বলতে মূলত কয়েকটি বিষয়কে তুলে ধরা হয়। ধূপগুড়ি মহকুমা গঠন, ধূপগুড়ি গ্রামীণ হাসপাতলের উন্নতি, খানা-খন্দহীন ধূপগুড়ি, পরিস্রুত পানীয় জল সরবরাহ, ডাম্পিং গ্রাউন্ড, কৃষকদের জন্য রেগুলেটেড মার্কেট ও প্রাতিষ্ঠানিক ডেয়ারী ব্যবসাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।

রিপোর্ট : সঞ্জয় হালদার


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages