চন্দ্রযানের সাফল্যে বিনামূল্যে ফুচকা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চন্দ্রযানের সাফল্যে বিনামূল্যে ফুচকা

Share This

 

চন্দ্রযানের  সাফল্যে বিনামূল্যে ফুচকা

আজ খবর (বাক্যংলা), ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা , ২৫/০৮/২০২৩ : 'চন্দ্রযান ৩'এর দুর্দান্ত সাফল্যকে উদযাপিত করতে সম্পূর্ণ বিনামূল্যে ফুচকা খাওয়ালেন এক ফুচকা বিক্রেতা। ফুচকা খেতে সাধারণ মানুষের লাইন পড়ে  গিয়েছিল।

ফুচকা বিক্রেতা পবন কুমার সাউ

চন্দ্রযান ৩ ইতিমধ্যে সফলভাবে অবতরণ করেছে চাঁদের মাটিতে। চতুর্থ দেশ হিসাবে সেই আনন্দ ইতিমধ্যে দেশবাসীর চোখে মুখে।  মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন ইসরো এবং দেশবাসীকে।   সেই রকমই ব্যারাকপুর স্টেশনে ফুচকা ব্যবসায়ী পবন কুমার সাউ, মনে মনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন চন্দ্রযান তিনের সাফল্য পরে বিনামূল্যে ফুচকা খাওয়াবেন। যেমন ভাবা তেমন কাজ, আর সেই মতোই আজ চন্দ্রযান ৩ এর সাফল্যের আনন্দে  গত বুধবার বিকেল পাঁচটা থেকে বিনামূল্যে ফুচকা খাওয়ালেন ফুচকা ব্যবসায়ী পবন কুমার সাউ, ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর স্টেশন চত্বরে। 

ব্যারাকপুর নামটার সাথে ইতিহাস জড়িয়ে আছে। ঠিক সেইরকমই ব্যারাকপুরের নামের সাথে আরো এক ইতিহাসকে জড়িয়ে দিয়ে অভিনব এই উদ্যোগ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages