আন্দামান সাগরে ভূমিকম্প, নেই সুনামি সতর্কতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আন্দামান সাগরে ভূমিকম্প, নেই সুনামি সতর্কতা

Share This

 

আন্দামান সাগরে ভূমিকম্প, নেই সুনামি সতর্কতা

আজ খবর ( বাংলা), পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ১৮/০৮/২০২৩ :  ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান সাগরের বিস্তীর্ন এলাকা। কম্পন অনুভূত হয়েছে সমুদ্র এলাকায়। 

শুক্রবার বেলা ১২টা  ০৭ মিনিট নাগাদ আন্দামান সাগরের বিস্তীর্ন এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩; ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানা গিয়েছে। এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই. কোথাও কোনো সুনামির খবরও নেই। 

গতকাল অর্থাৎ বৃহষ্পতিবার মেঘালয়ের নংপো  নামে একটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। গতকাল দুপুরবেলায় কেঁপে ওঠা সেই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৪; ভূকম্পনের কেন্দ্রাস্থল ছিল নংপো  থেকে পশ্চিম-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। দুপুর ২:২৬ মিনিটে অনুভূত হয়েছিল এই ভূমিকম্প। গত এক বছরে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়ে হয়ে চলেছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages