আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০৮/২০২৩ : ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য পুলিশ। আগামী 26শে আগস্ট খেজুরিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট।
খেজুরিতে রাজ্য বিজেপির তরফ থেকে সভা করতে চেয়ে অনুমতি চাওয়া হয়েছিল পুলিশের কাছে। কিন্তু আইনশৃঙ্খলা ভাঙার সম্ভাবনা দেখিয়ে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয় নি শুভেন্দু অধিকারীকে। বলা হয় কাঁথিতে ১৪৪ ধারা রুজু করা রয়েছে। এরপর সভা করার অনুমতি চেয়ে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি ছিল আজ।
বৃহষ্পতিবার আদালতে বিচারপতি পুলিশকে জিজ্ঞাসা করে যে 'কেন তারা বাচ্চাদের মত ঝগড়া করছে ? কেন সভা করার অনুমতি দিচ্ছে না ? এটা পুলিশ শাসিত রাজ্য নয়, এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না।' এরপরেই শুভেন্দু অধিকারীদের খেজুরিতে সভা করার অনুমতি দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। তবে দুপুর দু'টো থেকে সন্ধ্যে ছ'টার মধ্যে শেষ করতে হবে সেই সভা। আগামী 26 তারিখে শুভেন্দুর সভায় পুলিশকেই নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
রাজ্য বিজেপির তরফ থেকে বলা হয়েছে প্রায় কোনো সভার সম্মতিই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না, এভাবে আদালতের দ্বারস্থ হয়েই সভার অনুমতি পেতে হচ্ছে রাজ্য বিজেপিকে।