উপনির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগানে মুখরিত ধূপগুড়ি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উপনির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগানে মুখরিত ধূপগুড়ি

Share This

উপনির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগানে মুখরিত ধূপগুড়ি


আজ খবর (বাংলা), ধুপগুড়ি, জলপাইগুড়ি, 21/08/2023 : উপনির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগানে মুখরিত ধূপগুড়ি, কাজে করে দেখাব, কথায় নয়। মানুষের প্রতি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়ের প্রতিশ্রুতি।

ধূপগুড়িতে আসন্ন হাওয়া বদলের ইঙ্গিতের মধ্যেই সোমবার মাগুরমারি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ধ্বনিত হল ‘খেলা হবে’ স্লোগান। এদিন এখানকার কুমালি বাজার এলাকায় একটি বিরাট জমায়েতের সামনে বক্তৃতা পেশ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়। 

সমবেত করতালির মধ্যেই প্রফেসর রায় বলেন, ‘‘সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে আমি ধূপগুড়ির মানুষের প্রয়োজন ও ইস্যুগুলির একটি তালিকা তৈরি করব। সেই তালিকা আমি সরাসরি দিদির হাতে তুলে দেব এবং ধূপগুড়িতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে আসতে সমস্ত প্রচেষ্টা করব। আমি আমার কাজের মাধ্যমেই প্রতিশ্রুতি পালন করব এবং উন্নয়ন সুনিশ্চিত করব।’’ 

তিনি আরও বলেন, এই মুহূর্তে সারারাজ্য এমনকী, গোটা দেশের নজর রয়েছে ধূপগুড়ির দিকে। কারণ, এখানকার মানুষ তাঁদের পরবর্তী বিধায়ককে নির্বাচিত করতে চলেছেন। ‘খেলা হবে’ স্লোগানে যখন চারিদিক মুখরিত হয়ে উঠেছে, তারই মধ্যে প্রফেসর রায় বলেন, ‘‘আগামী বছর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কারণেই ধূপগুড়ি বিধানসভা এলাকার এই উপনির্বাচন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’’ প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ঐতিহাসিক জয় লাভ করেছিল, সেই প্রেক্ষাপটে ‘খেলা হবে’ স্লোগান কার্যত তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনিতে পরিণত হয়েছে।

একের পর এক পদযাত্রা, খাট সভা, মানুষের দরজায় দরজায় সাক্ষাৎ এবং পথসভার মাধ্যমে মাত্র এক সপ্তাহের মধ্যেই ইতিহাসে ডক্টরেট তথা প্রখ্যাত লেখক প্রফেসর নির্মল চন্দ্র রায় মানুষের প্রিয় হয়ে উঠেছেন। প্রফেসর রায় একজন ভীষণ ভালো শ্রোতা। তিনি মানুষের কথা মন দিয়ে শোনেন এবং মানুষকে আশ্বস্ত করেন যে তিনি তাঁর সমস্ত প্রতিশ্রুতি পালন করবেন ও মানুষের দাবিদাওয়া পূরণ করবেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী আরও জানিয়েছেন, ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার দাবি যাতে বাস্তবায়িত হয়, সেটা তিনি নিজে দেখবেন। বিষয়টি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রফেসর রায়।

রিপোর্ট : সঞ্জয় হালদার 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages