আজ খবর (বাংলা), জম্মু, জম্মু ও কাশ্মীর, ৩০/০৮/২০২৩ : সম্প্রতি চীন তাদের নতুন মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশেকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এই বিষয়ে তিব্বত সংসদের অজ্ঞাতবাসে থাকা এক সদস্য দাওয়া শেরিং বলেছেন, "চীনকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না।"
চীন গত সোমবার তাদের সাধারণ মানচিত্র ২০২৩ এর সংস্করণ প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন এলাকাগুলি তারা নিজেদের ভূখন্ড হিসেবে দেখিয়েছে। দাওয়া শেরিং এদিন বলেন, "চীন মুখে মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু সেই মিষ্টি কথার আড়ালে তাদের আসল চেহারাটা লুকিয়ে থাকে। চীনকে কখনওই ভরসা বা বিশ্বাস করা যায় না। চীন বা তাদের নেতাদের কোনোদিন বিশ্বাস করা উচিত নয়। এরা কোনো দিনই কারোর বন্ধু হয়ে উঠতে পারে না। শি জিনপিং কখনোই কারোর বিশ্বস্ত হয়ে উঠতে পারেন না। গোটা দক্ষিণ এশিয়া আজ চীনের এই আগ্রাসন নীতির বিরুদ্ধে গর্জে উঠেছে। চীনের এই আগ্রাসন নীতি খুব খারাপ এবং অন্যায়, এটিকে কেউই মেনে নেবে না।"
প্রসঙ্গত উল্লেখ্য, তিব্বত একসময় ছিল স্বাধীন এক দেশ। ১৯৫০ সালে চীন তিব্বত দখল করে নিয়েছিল। ভারতের আকসাই চীনের মাটিও দখল করেছে চীন। এখন তারা পা বাড়ানোর চেষ্টা করছে তাইওয়ানের দিকে। চীনের এই নীতির প্রতিবাদ করেছে দক্ষিণ এশীয় দেশগুলি। এবার অরুণাচল প্রদেশকেও নিজেদের ভূমি বলে নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। তবে এই প্রথমবার নয়, চলতি বছরের এপ্রিল মাসেও চীন একটি মানচিত্র প্রকাশ করেছিল এবং সেই মানচিত্রে তারা ভারতের ১১ টি জায়গা নিজেদের বলে দাবী করেছিল। সেই মানচিত্রে চীন ১১টি জায়গা, পর্বত শৃঙ্গ এমনকি নদীগুলির নামও পরিবর্তন করে দিয়েছিল।