আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৬/০৮/২০২৩ : 'পুরো ভারতবর্ষই মোদীর ঘর' বলে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে প্রতি আক্রমণ করলেন এআইএডিএমকের নেতা থাম্বিদুরাই।
গতকাল লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর প্রতি ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর ভাষণে নিজেকে দেশের উন্নয়নের জানালা হিসেবে ব্যক্ত করেছিলেন। গতকালের এই অনুষ্ঠানের আসল জায়গাটাতে উপস্থিত না থেকেও কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে মোদীকে নিয়ে কটাক্ষ করে বলেন "আগামী বছর মোদী নিজের ঘরেই জাতীয় পতাকা তুলবেন।"
মল্লিকার্জুন খাড়গের এই কটাক্ষের জবাব দিতে গিয়ে বুধবার এআইএডিএমকে নেতা এম থাম্বিদুরাই বলেন, "ভারতবর্ষের সবটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘর। যেহেতু তাঁর নিজের কোনো পরিবার নেই, তাই দেশের সব মানুষই তাঁর পরিবারের সদস্য। সকলেই তাঁর পরিবার। আর সেই কারণেই লাল কেল্লা হল সেই জায়গা, যেখান থেকে তাঁর জাতীয় পতাকা উত্তোলন করা উচিত এবং তিনি তা করবেনও। খাড়গের নিজের হয়ত একটা পরিবার আছে, কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে গোটা দেশ এবং দেশবাসীই হল তাঁর পরিবার।তাই খারগে একদিক থেকে ঠিকই বলেছেন, মোদী নিজের ঘর অর্থাৎ লাল কেল্লা থেকেই আগামী বছর জাতীয় পতাকা উত্তোলন করবেন।"
থাম্বিদুরাই বুধবার সদৈব অটল মেমোরিয়ালে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করতে। এই প্রথমবার বিজেপি এনডিএ সহযোগী দলগুলিকে বাজপেয়ীর প্রয়াণ দিবসে আমন্ত্রণ জানিয়েছিল। সেই উপলক্ষে হাজির হয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি, তামিল মনিলা কংগ্রেসের নেতা জিকে ভাসন, এআইএডিএমকে নেতা থাম্বিদুরাই, আপনা দল নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, এনসিপি নেতা প্রফুল প্যাটেল, আগাথা সাংমা প্রমুখ।