জ্ঞানবাপী মসজিদে শুরু হল তদন্তের কাজ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জ্ঞানবাপী মসজিদে শুরু হল তদন্তের কাজ

Share This

 

জ্ঞানবাপী  মসজিদে শুরু হল তদন্তের কাজ
জ্ঞানবাপী  মসজিদ 

আজ খবর (বাংলা), বারাণসী, উত্তর প্রদেশ, ০৪/০৮/২০২৩ : আদালতের নির্দেশ অনুযায়ী বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী ভবনে বিজ্ঞানভিত্তিক সর্বেক্ষনের কাজ শুরু করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। শুক্রবার সকাল সাতটা নাগাদ কাজ শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে  গোটা ভবনটিকে ঘিরে রেখেছে প্রচুর পুলিশ।

ষোড়শ শতকে নির্মিত জ্ঞানবাপী ভবনটি প্রাচীনকালের অন্য কোনো স্থাপত্যের ওপরেই নির্মিত হয়েছিল কিনা তা জানতে চেয়ে একটি মামলা শুরু হয়েছিল বারাণসী জেলা আদালতে। মামলা গড়ায় এলাহাবাদ উচ্চ আদালতে। মামলার এক পক্ষ হলেন হিন্দুরা, তাঁদের দাবী বারানসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন স্থানে যেখানে জ্ঞানব্যাপী মসজিদ  রয়েছে, সেটি আসলে হিন্দু মন্দিরের ওপরে গড়ে ওঠা একটি ভবন।

এই ব্যাপারে বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করে দেখার জন্যে এএসআই-এর ডাক পড়ে।  এরপর আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার সকাল সাতটা নাগাদ জ্ঞানবাপী  মসজিদে তদন্তের কাজ শুরু করে এএসআই। যদিও সার্ভের এই কাজে অংশ গ্রহন করে নি মামলার আর এক পক্ষ আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages