বঙ্গোপসাগরে জোরালো ভূমিকম্প - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বঙ্গোপসাগরে জোরালো ভূমিকম্প

Share This

 

বঙ্গোপসাগরে জোরালো ভূমিকম্প

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৫/০৮/২০২৩ :  শনিবার দুপুরে বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে বলে জানালো ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি। এদিন ভূমিকম্প হয়েছে সুদূর আর্জেন্টিনাতেও।

দিল্লীর ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে শনিবার দুপুর ২:৩৯ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪ বলে জানানো হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের সমুদ্রতল থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প হলেও এর ফলে কোনোরকম সুনামি সতর্কতা নেই ভারতে। অন্য কোনো ক্ষয় ক্ষতির খবরও পাওয়া যায় নি।

এদিকে শনিবার দুপুর ১২:৫০ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে আর্জেন্টিনার বিস্তীর্ন অঞ্চল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ বলে জানা গিয়েছে। ভূকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৮ কিলোমিটার গভীরে। এদিনের ভূমিকম্পে আর্জেন্টিনা থেকে সেভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। এর আগে ১৭ই জুলাই আর্জেন্টিনায় ভূমিকম্প হয়েছিল, যেখানে রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩ বলে জানা যাচ্ছে। তবে সেই ভূকম্পনেও আর্জেন্টিনা থেকে কোনো রকম হতাহতের খবর ছিল না। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages