আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৭/০৮/২০২৩ : দেশের পাঁচ রাজ্যে ভোট হতে চলেছে। রয়েছে কয়েকটি উপ নির্বাচনও। কোমর বেঁধে লড়াইয়ে নামছে বিজেপি, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে ইচ্ছুক নয়।
চলতি বছরের শেষে দেশে পাঁচ রাজ্যে নির্বাচন হতে চলেছে। সেই রাজ্যগুলি হল ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরাম। উপ নির্বাচন রয়েছে ঝাড়খন্ড, ত্রিপুরা, কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সাতটি বিধানসভা কেন্দ্রে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে উপনির্বাচন করা হবে। উপ নির্বাচন করা হবে সেপ্টেম্বর মাসের ৫ তারিখে এবং গণনার পর ফল প্রকাশিত হবে আট তারিখে। ধুপগুড়িতে প্রচারের জন্যে দলের তারকা প্রচারকের নামের তালিকা আজ প্রকাশ করেছে রাজ্য বিজেপি।
চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে হতে চলেছে বিধানসভা নির্বাচন। বিজেপি আজ ৩৯ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। পরবর্তী তালিকায় বাকিদের নাম প্রকাশ করবে তারা। বিজেপির পাশাপাশি বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নামছে কংগ্রেসও। ঐ নির্বাচনে জেনারেল সেক্রেটারি হিসেবে কংগ্রেসের তরফ থেকে রণদীপ সিং সূর্যেওয়ালার নাম প্রকাশ করা হয়েছে। গুজরাটের জেনারেল সেক্রেটারি করা হয়েছে মুকুল ওয়াসনিককে।
রণদীপ সিং সূর্যেওয়ালা ছিলেন কর্নাটকের দায়িত্বে, যেখানে চলতি বছরের শুরুতে বিজেপিকে ধরাশায়ী করে কংগ্রেস বিপুল জয়ের মুখ দেখেছে। এবার সেই রানদীপকেই নিয়ে আসা হল মধ্যপ্রদেশে। যে পাঁচ রাজ্যে এবার ভোট হতে চলেছে, তার মধ্যে একমাত্র মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় রয়েছে। নির্বাচনে জয়ের বিষয়ে কংগ্রেস ও বিজেপি দুই পক্ষই যথেষ্ট আশাবাদী।