আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৮/০৮/২০২৩ : 'মোদী' পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যার জেরে সাংসদ পদ খোয়াতে হয়েছিল তাঁকে। সাংসদ পদ খোয়ানোর জন্যে দিল্লীতে তাঁর বাসভবনটিকেই ছেড়ে দিতে হয়েছিল রাহুলকে। সঙ্গে ছিল দুই বছরের কারাবাসের নির্দেশ। গুজরাটের সুরাট আদালত এই নির্দেশ দিয়েছিল।
রাহুল গান্ধী দেশের শীর্ষতম আদালত সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এরপর সুপ্রীম কোর্ট সুরাট আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ ঘোষণা করে রাহুল গান্ধীকে রক্ষা কবচ প্রদান করে। সুপ্রীম কোর্ট সুরাট আদালতের নির্দেশকে উদ্ধৃত করে বলে যে নিম্ন আদালত অনেক বড় রায় শুনিয়ে দিয়েছে, কিন্তু যে শাস্তি তারা দিয়েছে তার কোনো ব্যাখ্যা তারা দেয় নি। তাই সুরাট আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ ঘোষণা করল সুপ্রীম কোর্ট।
সুপ্রীম কোর্টের হস্তক্ষেপে দুই বছরের কারাবাস থেকে রক্ষা পেলেন রাহুল গান্ধী। ফিরে পেলেন তাঁর সাংসদ পদ। দীর্ঘদিন পর পার্লামেন্টে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। স্বভাবতই খুশী লাগছিল গোটা কংগ্রেস টিমকে। খুশী দেখাচ্ছিল বিরোধী জোট 'ইন্ডিয়া'কেও। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে রাহুল গান্ধীকে যে বাসভবন ছেড়ে দিতে হয়েছিল সেই ১২ নম্বর তুঘলক লেনের বাড়তি ফের পেতে চলেছেন তিনি। তবে ঐ বাংলোতেই তিনি ফিরে যাবেন, নাকি অন্য কোনো বাংলো বেছে নেবেন সেটা এখনও জানা যায় নি। আগামী আট দিনের মধ্যে সেটা জানাতে হবে রাহুল গান্ধীকে।