গতি বাড়িয়ে চাঁদের কক্ষপথের দিকে চন্দ্রযান ৩ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গতি বাড়িয়ে চাঁদের কক্ষপথের দিকে চন্দ্রযান ৩

Share This
গতি বাড়িয়ে চাঁদের কক্ষপথের দিকে চন্দ্রযান ৩


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৪/০৮/২০২৩ : সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ১৪ জুলাই, ২০২৩ তারিখে বেলা ২টো ৩৫ মিনিটে সফলভাবে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ করা হয়। উপগ্রহটি চাঁদে অবতরণের আগে বিভিন্ন কক্ষের মধ্য দিয়ে পরিক্রমা করছে। বর্তমানে এটি আর্থ বাউন্ড পর্যায়ে রয়েছে। চন্দ্রযান-৩ এর উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন ইলেক্ট্রনিক এবং মেকানিকাল উপ-ব্যবস্থা, যাতে সুরক্ষিত সফট ল্যান্ডিং নিশ্চিত হয়। এগুলি হ’ল – নেভিগেশন সেন্সর, প্রপালসন সিস্টেম, গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল ইত্যাদি। এছাড়াও, রোভারকে ছাড়ার জন্য ব্যবস্থা রয়েছে। 

চন্দ্রযান- ৩ এর জন্য ২৫০ কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয়েছিল। উৎক্ষেপণের দিন থেকে চাঁদের কক্ষপথে পৌঁছতে চন্দ্রযান-৩ এর সময় লাগবে প্রায় ৩৩ দিন। চাঁদের উপর সফট্ ল্যান্ডিং সফল হলে ভারত হবে এই কৃতিত্ব অর্জনকারী বিশ্বের চতুর্থ দেশ। 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী, আণবিক ও গবেষণা বিষয়ক প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages