নির্মীয়মান রেলসেতু ভেঙে মৃত ১৭ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নির্মীয়মান রেলসেতু ভেঙে মৃত ১৭

Share This

 

নির্মীয়মান রেলসেতু ভেঙে মৃত ১৭

আজ খবর (বাংলা), আইজল, মিজোরাম, ২৩/০৮/২০২৩ :  মিজোরামে বুধবার সকালে একটি নির্মীয়মান রেলসেতু ভেঙে পড়ে, এই ঘটনায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ও আহতরা প্রত্যেকেই ঐ  সেতুটির শ্রমিক বলে জানা গিয়েছে।

রেলসূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মিজোরামের রাজধানী আইজল থেকে ২০ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এখানে রেল লাইন পাতার উদ্দেশ্যে একটি সেতু নির্মাণের কাজ চলছিল। প্রচুর শ্রমিক মিজোরামের এই সেতু নির্মাণে কাজ করছিলেন। এখানে নির্মীয়মাণ সেতুটি আজ ভেঙে পড়ে।  দুর্ঘটনা ঘটতেই স্থানীয় মানুষজন দ্রুত এলাকায় এসে উদ্ধারকাজে নেমে পড়েন।

নর্থ ইস্ট  ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, 'ঘটনাস্থলে উদ্ধারকাজে বাহিনী কাজ করছে। এখনও  পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই আহত আছেন, তবে তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। এরপর উচ্চ আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পৌঁছাবেন'। 

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা। তিনি বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। শোক প্রকাশের ভাষা নেই।  হৃদয়ের অন্ত:স্থল থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং প্রার্থনা করছি যাতে আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন। আমি তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা একটা বড় সংখ্যায় বেরিয়ে এসে উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে সাহায্য করেছেন।"

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের নিকট আত্মীয়দের প্রতি প্রধানমন্ত্রীর তরফ থেকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages