মোদীর জরুরি বৈঠকেই কি 'এক জাতি এক নির্বাচন' বিল ? তাকিয়ে গোটা দেশ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মোদীর জরুরি বৈঠকেই কি 'এক জাতি এক নির্বাচন' বিল ? তাকিয়ে গোটা দেশ

Share This
মোদীর জরুরি বৈঠকেই কি 'এক জাতি এক নির্বাচন' বিল ? তাকিয়ে গোটা দেশ


আজ খবর (বাংলা), নতুন দিল্লী,, ভারত, ০১/০৯/২০২৩ : 'এক জাতি, এক নির্বাচন' এর সম্ভাবনা খতিয়ে দেখতে এবার কেন্দ্র সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ  এর নেতৃত্বে একটি কমিটি তৈরি করেছে, যে কমিটি দেখবে দেশে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসাথেই করানো যায় কি না !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ইতিমধ্যেই এই 'এক জাতি এক নির্বাচনে'র কথা  শোনা গিয়েছে। আবার সেপ্টেম্বর মাসের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রী সংসদে বিশেষ একটি বৈঠক ডেকেছেন। অনেকেই মনে করছেন ঐ  সময় সংসদে 'এক জাতি এক নির্বাচন' সংক্রান্ত বিলটি আনা হতে পারে। সে ক্ষেত্রে ভারতে দ্রুত এই নতুন নিয়মটি চালু হতে চলেছে, অর্থাৎ লোকসভা ও বিধানসভা নির্বাচন একসাথেই করে নেওয়া যাবে। তার আগে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে নবগঠিত কমিটি এই নিয়মের সারবত্তা ও পদ্ধতি নিয়ে পরীক্ষা করে দেখবে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে। আগামী বছরে পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচনের কথা রয়েছে। আগামী ৫ তারিখে জলপাইগুড়ির ধুপগুড়িতে রয়েছে উপনির্বাচন।

লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসাথে হয়ে যাওয়াটা অবশ্য আমাদের দেশে নতুন কিছু নয়, ১৯৬৭ সাল পর্যন্ত দেশে রাজ্যগুলিতে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসাথেই হত। ১৯৬৮, ১৯৬৯ সালে অকালে কিছু বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল এবং ১৯৭০ সালে অকালেই ভেঙে দেওয়া হয়েছিল লোকসভা। ২০১৪ সালে তাদের ইশতেহারে বিজেপি বলেছিল দেশে বিধানসভা ও লোকসভা নির্বাচন একযোগেই করতে চাইছে তারা। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই একাধিকবার এই এক জাতি, এক নির্বাচনের ধারণা তুলে ধরেছেন। এই কারণেই মনে করা হচ্ছে আর কিছুদিন পরে মোদী সংসদে যে বৈঠক ডাকতে চলেছেন সেখানে 'এক জাতি এক নির্বাচন' বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং সেই সংক্রান্ত বিলটিও আনা  হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages